মুদ্রাস্ফীতির জেরে তুরস্কে রুটির দোকানে দীর্ঘ লাইন

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:১৯ পূর্বাহ্ণ

ইস্তাম্বুলের উস্কুদার পাড়ায় নিয়াজী টপরাক নামের একজন বেঞ্চে বসে পত্রিকা পড়ছিলেন। তিনি আসলে তাজা রুটির জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে তার কাছাকাছি কিয়স্কে কম দামের রুটির দোকানে অনেকেই লাইনে দাঁড়িয়েছেন। ইস্তাম্বুল হাল্ক একমেক বা পাবলিক ব্রেড ভর্তুকি দিয়ে একটি ২৫০ গ্রামের রুটি বিক্রি করছে এক দশমিক ২৫ লিরায়। যা অন্যান্য দোকানে বিক্রি হয় দুই দশমিক ৫০ লিরায়। দামের পার্থক্য সবার কাছেই স্পষ্ট। তাই প্রতিদিন শত শত মানুষ টাকা বাঁচাতে এসব দোকানে সারিবদ্ধভাবে দাঁড়ায়। আল-জাজিরার এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। ৭১ বছর বয়সী টপরাক বলেন, খাবার থেকে শুরু করে রুটি, জামা থেকে শুরু করে মোজা সব কিছুই অনেক ব্যয়বহুল। আমি কর্মস্থল থেকে পাঁচ বছর আগে অবসর নিয়েছি। সমপ্রতি অর্থের অভাবে আমি সন্তানদের নিয়ে অন্যত্র এসেছি।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতির বিরোধ মেটাতে বক্সিং রিংয়ে দুই নেতার লড়াই
পরবর্তী নিবন্ধবিশ্বে চরম দরিদ্র হয়েছে ৫০ কোটির বেশি মানুষ