মুক্তিযোদ্ধা আবু ফারুকী ছিলেন আলোকিত ব্যক্তিত্ব

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের স্মরণসভা

| শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মিয়া আবু মোহাম্মদ ফারুকীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, দোয়া মাহফিল ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু্‌ল কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন পটিয়া পৌর মেয়র মো. আইয়ুব বাবুল। সংগঠনের সাধারণ সম্পাদ আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, কবি আশীষ সেন, মরহুমের সন্তান খ্যাতিমান আলোকচিত্রী শোয়েব ফারুকী, মো. জহির, অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য শিক্ষক বিজয় শংকর চৌধুরী, হামিদা বেগম ফারুকী, ডা. আর.কে.রুবেল, পারভেজ ফারুকী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহৎ হতে হলে মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ অপরিহার্য। মিয়া আবু মোহাম্মদ ফারুকী একজন মহৎপ্রাণ আলোকিত ব্যক্তিত্ব। পরিশুদ্ধ ও পরিশীলিত চলনে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে ত্যাগ ও সেবায় ছিলেন ভাস্বর। এরকম মহাত্মা প্রাগ্রসর পুরুষের জীবন কর্ম অনুশীলন অনুধ্যান আজ খুবই প্রয়োজন। অনুষ্ঠানে ৫ জন শিক্ষার্থীকে মুক্তিযোদ্ধা মিয়া আবু মো. ফারুকী স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধশাহ আমানতের (রহ.) জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই