মুক্তিতীর্থ খেলাঘর আসরের সম্মেলন

| বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের রাউজান কোয়েপাড়া গ্রামের শাখা আসর মুক্তিতীর্থ খেলাঘর আসরের সম্মেলন ও শিশু সমাবেশ গত ৯ জুলাই কোয়েপাড়া পল্লী সেবা সংঘ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী। মুক্তিতীর্থ খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক সৌরভ সেনগুপ্তের সভাপতিত্বে এবং অসিত নন্দীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাঘর উত্তর জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য শোভন সেনগুপ্ত, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য চম্পক মিত্র, খেলাঘর উপদেষ্টা অজয় বিকাশ সেন, বাবুরাম শীল, শুকলা আচার্য্য ও সনজিত নন্দী।
আলোচনা শেষে সানু সেনগুপ্তের পরিচালনায় সংগঠনের শিশু তবলা বাদকদের নিয়ে তবলার লহড়ায় অংশ নেয় প্রতীক, নীরব, তীর্থ, সামির, অনিরুদ্ধ, সৌরভ, তনয়, অংকন, আপন, প্রতীক, অন্তিক, সৌম্যদ্বীপ, ইন্দ্রনীল, নিশান, সীমান্ত, দীপন, শাশ্বত ও দিগন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় তিশান, তূর্যয়, ঐন্দ্রিলা, অন্বয়ন, আদিত্য, আবীর, কঙ্কণ, অরণ্য, দীপা, নীলাচী, ইন্দ্রনীল, আরোহী, দিব্য, শান্তনু, শৈরীতি, অনন্যা, অন্নপূর্ণা, শুক্লা, পল্লবী, পুষ্পিতা, স্বপ্ন, শুভ্রা, অন্তিকা, মীম, আরোহী, পুষ্পিতা, বৈশাখী, চৈতী, তুষ্টি, জয়শ্রী, ঐশী, রিয়া, মুনা, মিটি, রুপ্পি মহাজন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রুমী চৌধুরী, বর্ষা ঘোষ ও উজ্জ্বল তালুকদার। অনুষ্ঠান শেষে বাবুরাম শীলকে সভাপতি ও অসিত নন্দীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে গুরু পূর্ণিমা ও ব্যাস পূজা
পরবর্তী নিবন্ধপ্রান্তিক জনপদের উন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে