প্রান্তিক জনপদের উন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে

ওব্যাট হেল্পার্স’র অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

সমাজের পিছিয়ে পড়া জনপদের কম সৌভাগ্যবান মানুষের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে পাশে দাঁড়িয়েছে ওব্যাট হেল্পার্স। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বস্তি এলাকাসহ বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ৪৩টি পশু কোরবানির মাধ্যমে ২৫০০ সুবিধাবঞ্চিত পরিবারের নিকট মাংস বিতরণ করা হয়। গতকাল বুধবার সীতাকুন্ড উপজেলার সলিমপুর গ্রামে এসডিজি ইয়ুথ ফোরাম পরিচালিত স্বপ্নচাষী বিদ্যায়তনে ওব্যাট হেল্পার্স’র উদ্যোগে ঈদ উপহার হিসেবে প্রায় শতাধিক পরিবারের মাঝে খাসির মাংস বিতরণের মাধ্যমে ৩ দিনব্যাপী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠনের কান্ট্রি ম্যানেজার সোহেল আখতার খানের সভাপতিত্বে ও এসডিজি ইয়ুথ ফোরাম দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন চবি অধ্যাপক রেজাউল করিম।
বক্তব্য রাখেন এম.এ. মন্নান, নেছার আহমেদ খান, এম.এ. হোসেন বাদল, আলমগীর হোসেন সৈকত, নোমান উল্লাহ বাহার, ইফতেখার উদ্দিন জাবেদ, মোজাম্মেল হোসেন, রাজিয়া পারভীন, ইমরান হোসেন, ফারাহ আক্তার, মণিকা রাণী ধর, তৃষ্ণা তালুকদার, তানিয়া আক্তার, মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।
সমাপনী পর্বে মাহবুবুল আলম বলেন, পিছিয়ে পড়া জনপদের শিশুদের শিক্ষা দীক্ষায় এগিয়ে নিতে স্বপ্নচাষী’র মত শিক্ষায়তনের গুরুত্ব অত্যধিক। অভিভাবকদেরও উচিত তাদের সন্তানদের লেখাপড়ার প্রতি নজর রেখে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখা। পাশাপাশি বিত্তশালীদেরকেও প্রান্তিক জনপদের উন্নয়নে এগিয়ে আসা প্রয়োজন। তবেই প্রান্তিক জনপদের শিশুরাও সমাজের মূলস্রোতে সম্পৃক্ত হতে পারবে। বঞ্চিত শিশুদের অগ্রগতি নিশ্চিতকরণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ওব্যাট হেল্পার্স’র অবদান অনস্বীকার্য। বক্তারা অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিতীর্থ খেলাঘর আসরের সম্মেলন
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে