মীরসরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১০:২৪ পূর্বাহ্ণ

‘মুজিব বর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র’ শিরোনামে পুলিশের সেবা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে গত ৩১ অক্টোবর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং ডে। থানার অফিসার্স ইনচার্জ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও এসআই রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডা. জামশেদ আলম, কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আফছার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম সিরাজউদ্দৌল্লাহ, পৌর আওয়ামী লীগের সেক্রেটারী জাফর ইকবাল, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, কাউন্সিলর শাখের ইসলাম রাজু, কাউন্সিলর মেজবাহুল আলম চৌধুরী ইকবাল, কাউন্সিলর রিজিয়া আক্তার, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ জাহাঙ্গীর আলম, আব্দুল হালিম প্রমুখ। বক্তাগন পুলিশিং কার্যক্রমে আরো সেবামূলক মানসিকতায় এগিয়ে নিয়ে যাবার পরামর্শ দেন। বিশেষ করে বর্তমান সরকারের উদ্যোগে পুলিশিং বিট ও কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে জনগনের দ্বারে পুলিশ উপস্থিত হয়ে আইন শৃংখলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনূপুর মার্কেটে ভাতের হোটেলে আগুন
পরবর্তী নিবন্ধকরোনা যুদ্ধে বিজয়ী হতে হবে