মীরসরাইয়ের দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু

মোট মৃতের সংখ্যা ১৩

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ১১:৩৮ অপরাহ্ণ

হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের যুগীরহাট আর এন্ড জে কোচিং সেন্টারের তাসমির হাসান((১৭) নামে আরো এক শিক্ষার্থী আজ শনিবার(৬ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নয় দিন মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে চলে গেছে।

সে এই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুস আজিজ সাব রেজিস্ট্রার বাড়ির মৃত পারভেজের পুত্র। তাসমির এবার কে এস নজু মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

গতকাল শুক্রবার আয়াতুল ইসলাম আয়াতের পর এবার চলে গেলেন গত ২৯ জুলাই মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত তাসমির হাসান।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে নিহতের চাচা মো. টিপু প্রতিবেদককে জানান, আইনগত প্রক্রিয়া শেষে বাড়ি নিয়ে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আগামীকাল রবিবার খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ঘটনার পর থেকেই চমেক লাইফ সাপোর্টে ছিল তাসমির হাসান। সে একই দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা নিরুর ভাতিজা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই মীরসরাই খৈয়াছড়া ঝর্ণায় ভ্রমণ শেষে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চালকসহ ১১ যুবক ঘটনাস্থলে নিহত হন।

এ নিয়ে মীরসরাইয়ের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩।

হতাহতরা সবাই হাটহাজারীর বাসিন্দা এবং যুগিরহাট বাজার আর এন্ড জে নামে একটি কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধগাছ উপড়ে রাঙ্গুনিয়ায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধরামুর ঈদগড়ে লোকালয়ে বন্যহাতি