গাছ উপড়ে রাঙ্গুনিয়ায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ১১:০২ অপরাহ্ণ

বর্ষণের কারণে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাণীরহাট বাজার এলাকায় বিশালাকৃতির একটি গাছ উপড়ে পড়ে দীর্ঘ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আজ শনিবার(৬ আগস্ট) বিকাল ৩টায় রাণীরহাট বাজারের পূর্ব পাশে গাছটি ভেঙে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন। দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়। পরে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, “বর্ষণের কারণে গাছটি উপড়ে সড়কে পড়েছিল। পরে গাছের কিছু অংশ কেটে ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করেছি। তারপর আড়াই ঘণ্টার প্রচেষ্টায় গাছটি কেটে অপসারণ করা হলে যানচলাচল স্বাভাবিক করা হয়। তবে কেউ হতাহত হয়নি।”

এদিকে, চট্টগ্রাম-কাপ্তাই ও রাঙামাটি সড়কে সম্প্রতি গাছ উপড়ে পড়ার ঘটনা বেড়েই চলেছে। চলতি বর্ষাতেই অন্তত ১০ বার সড়কে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটলেও এটা নিয়ে কোনো তৎপরতাই দেখা যায়নি সংশ্লিষ্টদের। এতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধবাস ভাড়াও বাড়ল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ের দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু