মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১২:০৬ অপরাহ্ণ

গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর জান্তা মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। মিয়ানমারের প্রধানমন্ত্রী এব্‌ং রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান মিন অং হ্লাইং। মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়াবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। এ বিষয়ে জান্তার জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল অনুমোদন দিয়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে তারা। খবর বিডিনিউজের।

গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর জান্তা মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। (নিরাপত্তা কাউন্সিলের) সদস্যরা সর্বসম্মতিক্রমে আরও ছয় মাসের জন্য ঘোষিত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রস্তাবে সমর্থন জানিয়েছেন, বলেছে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার।

আমাদের দেশে, আমাদের অবশ্যই প্রকৃত এবং নিয়মনিষ্ঠ বহু দলীয় গণতান্ত্রিক পদ্ধতি-কে শক্তিশালী করে যেতে হবে যা আমাদের জনগণের আকাঙ্‌ক্ষা, মিন অং হ্লাইং এমনটি বলেছেন বলে তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদপত্রটি। সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.৪৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভারতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত ৮