সিএসইতে লেনদেন ১৮.৪৪ কোটি টাকা

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেন হয়েছে ১৮.৪৪ কোটি টাকা। ৭,৯৭৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৬৩.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩৬.০২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮,১১২.৬৮ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ৬.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২৭.৩৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সর ১০.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৪৩.২৩ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৪৮.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭৮১.৩০ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৬,৫৪৫.৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪৩২.৪৫ কোটি টাকায়। সিএসইতে ৩৮২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৭৫ টির, কমেছে ৩৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৭২ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে আব্দুস সোবাহান ফুটবল দল
পরবর্তী নিবন্ধমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ছে