‘মিশন এক্সট্রিম’

বিদেশে সাড়া ফেলেছে

| বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশসহ পাশ্চাত্যে এবং ওশেনিয়া অঞ্চলের ৪টি দেশে ৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। দেশের পাশাপাশি বিদেশেও সাড়া ফেলেছে সিনেমাটি। খবর বাংলানিউজের। যে কারণে মুক্তির প্রথম সপ্তাহ শেষ হবার আগেই প্রেক্ষগৃহ মালিকরা দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি চালানোর ঘোষণা দিয়েছে এবং বেড়িয়েছে শো সংখ্যাও। পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমাটি দেশের বাইরে সব থেকে এগিয়ে আছে নিউইয়র্কে। জামাইকা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে চালানোর ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিবিউটর রাজ হামিদ বলেন, এই প্রেক্ষাগৃহে কোনো সিনেমা দ্বিতীয় সপ্তাহে চলা মানে সেটাকে যুক্তরাষ্ট্রে ‘সুপার হিট’ ধরে নেয়। কেননা, বিশ্বের সব বড় বড় সিনেমা এখানে প্রেস্টিজিয়াস প্রেক্ষাগৃহ হিসেবে মুক্তি দেওয়া হয়। সেখানে আমরা ডিজনির ২টি সিনেমা, ইন্ডিয়ান অন্তিমসহ ডজনখানেক সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে দ্বিতীয় সপ্তাহে চালানোর ঘোষণা পেলাম। তাছাড়া নিউইয়র্কে রিগাল এস্টোরিয়া ও রিগাল কোর্ট, সানফ্রানসিসকোসহ বেশ কয়েকটি শহরেও সিনেমাটি সাফল্যের সঙ্গে চলছে। প্যারিসের দর্শকদের মধ্যেও সাড়া ফেলেছে ‘মিশন এক্সট্রিম’। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পরিবেশক তানিমআল মিনারুল মান্নান বলেন, সিনেমাপ্রেমীরা উৎসবের আমেজ নিয়ে সিনেমাটি দেখছে। সিডনির পাশাপাশি রাজধানী ক্যানবেরায় সিনেমাটি চলছে।

পূর্ববর্তী নিবন্ধএকসঙ্গে প্রথম অর্ণব তাহসান
পরবর্তী নিবন্ধআবৃত্তিশিল্পী হাসান আরিফ ‘লাইফ সাপোর্টে’