আবৃত্তিশিল্পী হাসান আরিফ ‘লাইফ সাপোর্টে’

| বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আবৃত্তিশিল্পী হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। খবর বিডিনিউজের।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকাল ১১টায় তাকে ‘লাইফ সাপোর্টে’ দেওয়া হয়েছে বলে জানান সম্মিলিত সাংস্কৃতি জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। নাসির উদ্দিন ইউসুফ বলেন, তাকে ইনটিউবিশনে নেওয়া হয়েছে, যেটাকে লাইফ সাপোর্ট বলা হয়। গত বৃহস্পতিবার হাসান আরিফকে ভর্তির পর রোববার থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছিল তার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে তিনি সক্রিয় ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘মিশন এক্সট্রিম’
পরবর্তী নিবন্ধশুটিংয়ে ফিরছেন শাহরুখ