মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে মরণোত্তর দেহ দান

| শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য নিজের মরণোত্তর দেহ দান করলেন হাসপাতালের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মানিক দেব নাথ। গতকাল তিনি চট্টগ্রাম সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে তার এই মরণোত্তর দেহ দানের হলফনামা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদের নিকট হস্তান্তর করেন।

এ সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক (ফিন্যান্স) মো. মনজুরুল আলম চৌধুরী, উপপরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মঈনউদ্দিন এম. ইলিয়াছ প্রমুখ উপস্থিত ছিলেন। কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ এই মহতী উদ্যোগের জন্য বীর মুক্তিযোদ্ধা মানিক দেব নাথকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তার সুস্বাস্থ্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইয়ুব বাচ্চুর গিটার ও স্মৃতি স্মারকের প্রদর্শনী কাল
পরবর্তী নিবন্ধহযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌-হাসানীর খোশরোজ শরীফ