মা ও শিশু হাসপাতাল ক্যাম্পাসেই ভোট গ্রহণ

উচ্চ আদালতের নির্দেশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

মা ও শিশু হাসপাতালের আঙ্গিনায় স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ভোট কেন্দ্র পরিবর্তনের আবেদন জানিয়ে করা রিটের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার আদালত উপরোক্ত নির্দেশ প্রদান করেন। এতে করে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় মা ও শিশু হাসপাতালের কার্যকরী পরিষদের নির্বাচন হাসপাতাল ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি প্যানেলের জয়েন্ট জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীর স্বামী মোহাম্মদ শাহ আলম চৌধুরী ভোট কেন্দ্র পরিবর্তনের আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট করেছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে গতকাল সকালে আদালত উপরোক্ত আদেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীবেশে ছিনতাই ছুরির আঘাতে প্রবাসী আহত
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি