মায়ের ঋণ

প্রবীর বড়ুয়া | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

তীব্র কষ্টে পৃথিবীতে
জন্ম দিলেন যিনি,
তাঁকে আমি স্নেহময়ী
মা বলে যে জানি।

রোদে পুড়ে, ঝড়ে ভিজে
নিয়ে যেতেন স্কুলে,
আমার সুখে খুশি হতেন
নিজের দুঃখ ভুলে।

আমাকে বড় করার জন্য
ঝরালেন কত ঘাম,
কষ্ট করলেন সারাটা জীবন
তাকাননি ডান-বাম।

মা থাকুক সুখের স্রোতে
আনন্দে কাটুক দিন,
কোনোদিনই শোধ হবে না
প্রিয় মায়ের ঋণ।

পূর্ববর্তী নিবন্ধছোট্ট পাখির গল্প
পরবর্তী নিবন্ধসমুদ্রে ভাসা দেশ