মাস্টার শশাঙ্ক মোহন রুদ্রের শোকসভা

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২০ at ৮:০৪ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ রুদ্রপাল সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাস্টার শশাঙ্ক মোহন রুদ্রের মৃত্যুতে এক শোকসভা সম্প্রতি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্র, মহাসচিব মিলন কান্তি রুদ্র, যুগ্ম মহাসচিব সাধন বিকাশ পাল, সহসভাপতি ললিত কান্তি রুদ্র, মিলন কান্তি রুদ্র, অর্থ সচিব স্বপন রুদ্র, সাংগঠনিক সচিব আশীষ কুমার রুদ্র, শিক্ষা সচিব অমল রুদ্র, প্রচার ও প্রকাশনা সচিব অধ্যাপক কমলেন্দু রুদ্র, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি সত্যানন্দ পাল, মাস্টার হারাধন চন্দ্র পাল,প্রকৌশলী পরিমল বিকাশ পাল, সুনীল চন্দ্র পাল, বিজন কুমার পাল, মানস কুমার পাল,মনোরঞ্জন পাল প্রমুখ। উল্লেখ্য আগামী ৬ অক্টোবর প্রয়াতের পারলৌকিক ক্রিয়া বাজালিয়া রুদ্রপল্লীস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধচবি ভিসির সাথে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের মতবিনিময়