চবি ভিসির সাথে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের মতবিনিময়

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২০ at ৮:০৫ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের নবনির্বাচিত ২০২০২১ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ গত বৃহস্পতিবার উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেন। এসময় ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মনিরুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি প্রফেসর ড. সিরাজউদ্দোল্লা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে ফোরামের নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, দপ্তর সম্পাদক সুমন দেব, অর্থ সম্পাদক মেহেরাজ হোসন প্রমুখ উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, এই ফোরাম পূর্বের নেতৃবৃন্দের ন্যায় সামনের দিনগুলোতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমাস্টার শশাঙ্ক মোহন রুদ্রের শোকসভা
পরবর্তী নিবন্ধরোপা আমনে স্বপ্ন বুনন