নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি পুলিশ ফাঁড়িস্থ মালিপাড়ার মোড়ে অভিযান চালিয়ে বাবুল দাশের বসতঘর প্রকাশ বিচ্ছুনির ঘরের শয়ন কক্ষের খাটের নিচ থেকে ১১০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার ৩টা ১০ মিনিটে কোতোয়ালী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল দাশকে (৩১) গ্রেপ্তার করে। এ সময় তার শয়ন কক্ষের খাটের নিচ থেকে ১১০ লিটার চোলাই মদ জব্দ করে। গ্রেপ্তার বাবুল দাশ মীরসরাই উপজেলার মীরসরাই সদরের ৫ নম্বর ওয়ার্ডের সরকার টোলা গ্রামের ড্রাইভার বাড়ির ধীরেন্দ্র দাশের পুত্র। তিনি বর্তমানে গোয়াল পাড়ার মালিপাড়ার বৃষ্টি ওরফে বিচ্ছুনির ঘরে ভাড়া থাকে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।












