মালিকের জমা বৃদ্ধির প্রতিবাদে অটোরিকশা শ্রমিক সমাবেশ

| শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেছেন, কিছু অসাধু সিএনজিচালিত অটোরিকশার মালিক সরকারী গেজেট অমান্য করে দৈনিক জমা বৃদ্ধির জন্য উঠে পড়ে লেগেছে। তাদেরকে মাঠেই শায়েস্তা করার মাধ্যমে অযৌক্তিক জমা বৃদ্ধির দাঁতভাঙ্গা জবাব দেবে শ্রমিকরা। চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ মানিকের সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ উপরোক্ত কথা বলেন।
বুধবার মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য মো. শাহ আলম, আকবর শাহ থানার কার্যকরী সভাপতি মো. জাহাঙ্গীর, মোহাম্মদ জাকির, আকতার, হাবিবুর রহমান, মো. জাহিদ, মো. সাইফুদ্দিন, মোহাম্মদ জিতু, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মনির মোল্লা, মোহাম্মদ বোরহান, রুহুল আমীন, আবদুর রহীম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, মালিকের দৈনিক জমা বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে থানায় থানায় প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে মানববন্ধন
পরবর্তী নিবন্ধজিএম আইটি নবীন উদ্যোক্তা বরণ