সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে মানববন্ধন

| শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন চাই, ব্যাকডেট নয় চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে ৩৫ চাই’ স্লোগানে চট্টগ্রামে প্রতিবাদী মানববন্ধন করেছে সরকারি চাকরি প্রত্যাশীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাহনেওয়াজের সভাপতিত্বে এবং মো. রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শাওন, শাকিব, ইসমাইল মিলন ,ফয়সাল, মো. রাসেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদে এখন পর্যন্ত ৭১ বার বয়সসীমা বৃদ্ধির দাবিটি উত্থাপিত হয়েছে। বাংলাদেশে সরকারি চাকরিতে আবেদনের বয়য়সীমা ২৭ থেকে ৩০ বছরে উন্নীত হয় এখন থেকে ৩১ বছর আগে ১৯৯১ সালে, সেটাও অন্য সরকারের আমলে। তখন গড় আয়ু ছিল ৫৭ বছর আর এখন ৭৩। বিশ্বের ১৬২টি দেশে আমাদের চেয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা অধিক। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সমবেত হয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধমালিকের জমা বৃদ্ধির প্রতিবাদে অটোরিকশা শ্রমিক সমাবেশ