মালদ্বীপের ঘরোয়া ফুটবলে খেলবেন বাংলাদেশের সাবিনা

| শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি ক্লাবে খেলা সাবিনা খাতুন আবার মাতাবেন মালদ্বীপের মাঠ। আগামী ২০ নভেম্বর মালদ্বীপের ঘরোয়া নারী ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। মালদ্বীপ আর্মি ক্লাবের হয়ে খেলতে সাবিনা যাচ্ছেন দ্বীপ দেশটিতে। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সাবিনা মালদ্বীপ যাচ্ছেন। এটি হবে সাবিনার চতুর্থবার মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলা। ২০১৫ সালে প্রথম খেলেছিলেন মালদ্বীপ ডিফেন্স ফোর্স ক্লাবে । এরপর ২০১৬ সালে দুইবার খেলেছিলেন মালদ্বীপ আর্মির হয়ে লিগ ও ফুটসালে। চতুর্থবার মালদ্বীপ যাওয়া প্রসঙ্গে সাবিনা খাতুন জানান ২০ নভেম্বর ওদের টুর্নামেন্ট শুরু হবে। আমাকে ১২ নভেম্বরের মধ্যে যেতে বলেছে।
সাবিনা মালদ্বীপের ক্লাবে ৩ বার খেলার পাশাপাশি ভারতের ক্লাবেও খেলেছেন। ২০১৮ সালে সেথু এফসির হয়ে ৭ ম্যাচ খেলেছেন ভারতের নারী ফুটবল লিগে।

পূর্ববর্তী নিবন্ধভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখছেন ব্রেট লি
পরবর্তী নিবন্ধশতদলের জয়ে শুরু প্রথম বিভাগ ফুটবল লিগ