মামার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৯ মে, ২০২১ at ৪:৩৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় নিখোঁজের ২৩ ঘণ্টা পর কর্ণফুলী নদী থেকে ইমাম হোসেন ওরফে আবির(৯) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৯ মে) সকাল ১১টার দিকে কর্ণফুলী নদীর বেতাগী নাজিরার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সে উপজেলার পোমরা ইউনিয়নের মোতোয়াল্লী পাড়ার সৈয়দুর রহমানের ছেলে।
গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাঙ্গালী শাহ মাজার সংলগ্ন এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়েছিল।
স্বজনরা জানান, নিখোঁজ শিশু একই এলাকায় গত সোমবার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
মঙ্গলবার দুপুরে আবিরসহ কয়েকজন শিশু কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। অন্যরা গোসল করে নদী থেকে উঠতে পারলেও আবির পানির স্রোতে তলিয়ে যায়। তারপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়।
এছাড়া, শিশুর স্বজনরাও তাকে উদ্ধারে নানাভাবে চেষ্টা চালিয়েও তার কোনো হদিস পায়নি। অবশেষে দীর্ঘ ২৩ ঘণ্টা পর বুধবার সকাল ১১টার দিকে বেতাগী নাজিরার চরের কাছে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান বলেন, “ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চালালেও তার খোঁজ মেলেনি। আজ বুধবার সকাল ১১টার দিকে তার নিথর দেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।”

পূর্ববর্তী নিবন্ধচেয়ারে বসিয়ে তার গলা চেপে ধরা হয় (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধটেকনাফে ট্রলারসহ ২৮ হাজার ইয়াবা জব্দ