মানুষের সেবা করতে বিত্তের পাশাপাশি চিত্তের প্রয়োজন

ঈদ সামগ্রী বিতরণকালে আ জ ম নাছির

| শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মানুষের সেবা করতে বিত্তের পাশাপাশি চিত্তের প্রয়োজন। এই সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন। তবে মানুষের সুখে দুঃখে এগিয়ে আসেন এমন বিত্তবানের বড়ই অভাব। পবিত্র রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে কাউন্সিলর শৈবাল দাশ সুমন এলাকাবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছে। তার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
গতকাল শুক্রবার সকালে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যক্তিগত উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এলাকাবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র একথা বলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, কার্যকরী সদস্য বেলাল আহমদ, মো. ফারুক চৌধুরী, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহ সভাপতি হাজী সাহাবুদ্দিন, রঞ্জন রশ্মি বড়ুয়া, মৃদুল দাশ, জাহাঙ্গীর মোস্তফা, ইকবাল আহমদ ইমু, বাবুল দেব রায়, ওয়াহিদুল আলম শিমুল, সৈকত দাশ, মো. রাকিব উদ্দিন চৌধুরী, অনুপম দে, যীশু কুমার তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আট শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামাজিক অস্থিরতার শিকার যখন নারী
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন