মানসম্মত দ্বীনি শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহ্বান

মাদ্রাসা-এ নুরীয়া কমপ্লেক্সের সভায় নওফেল

| রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৫৭ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ইসলামের সঠিক মর্মবাণী অনুধাবনের মাধ্যমে উগ্রবাদমুক্ত ও অসাম্প্রদায়িক মননের সুনাগরিক গড়ে তুলতে হবে। এজন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুনিপুণ প্রয়াস প্রয়োজন। গত ১৮ ডিসেম্বর মাদ্রাসা-এ নুরীয়া কমপ্লেক্সের মতবিনিময় সভা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মানসম্মত দ্বীনি শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী। নগরীর খুলশীতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা-এ নূরীয়া কমপ্লেক্সের মহাপরিচালক শাহসূফী বেলায়েত হোসাইন আল কাদেরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, ত্রৈমাসিক বার আউলিয়া চট্টগ্রামের সম্পাদক মুহাম্মদ আবু মুছা কাদেরী, এম এ আবদুল হামিদ, মাওলানা সাইফুর রহমান, মাওলানা নিজাম উদ্দীন, হোসাইন মো. তোহা প্রমুখ। সভায় শিক্ষা উপমন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয় মাদ্রাসা-এ নুরীয়া কমপ্লেক্স কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামস্থ ভোলাবাসীর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধা আহত