মানবতার সেবায় নিবেদিত থাকার অঙ্গীকার

মানবতার সেবায় নিবেদিত থাকার অঙ্গীকার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

x

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ১২তম চার্টার এনিভারসারি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিশ্বের কম সৌভাগ্যবান মানুষের ভাগ্যোন্নয়নে লায়ন্স ক্লাবের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চট্টগ্রামের লায়ন সদস্যরাও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে রাতদিন কাজ করছেন। অনুষ্ঠানে বক্তারা মানবতার সেবা ও টেকসই উন্নয়নে নিবেদিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
গতকাল মঙ্গলবার চিটাগাং ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের প্রেসিডেন্ট লায়ন পারভীন মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গেট এরিয়া লিডার, গ্লোবাল অ্যাকশন টিম, লায়ন নাজমুল হক ও সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, দ্বিতীয় জেলা গভর্নর লায়ন এস কে শামসুদ্দিন আহমেদ সিদ্দিক এবং পিডিজি লায়ন এম এ মালেক।
অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট লায়ন পারভীন মাহমুদ বলেন, সারা বিশ্বের মতো কোভিড-১৯ এ আমাদের দেশও বিপর্যস্ত। প্রতিকূল পরিবেশেও আমরা যেন মানবতার সেবা ও টেকসই উন্নয়নে নিবেদিত থাকতে পারি সে লক্ষে আমাদের কাজ করতে হবে। সেবার ব্রতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আমরা লায়নিজমে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের সমস্ত সংকীর্ণতা দূর করার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য তথা উন্নয়নের প্রতিটি স্তরে মানবিক হয়ে কাজ করব এবং মানবতার জয় গান গাইব।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মো. আবদুল করিম, ইউসেপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ঘাসফুল চেয়ারম্যান প্রফেসর ড. মনজুর-উল-আমিন চৌধুরী।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও এ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিয়রের মোড়ক উন্মোচন এবং ক্লাবের নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য। লায়ন নাসরিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে লায়নিজমের আনুগত্যের শপথ পাঠ করান ক্লাব চার্টার সদস্য লায়ন জেরিন মাহমুদ হোসেন ও লিও শপথ পাঠ করান লিও ভাইস প্রেসিডেন্ট লিও মরিয়ম কোরাইশী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১২তম চার্টার নাইট অর্গানাইজার কমিটি ও রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম। ক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্লাব সেক্রেটারি লায়ন আবেদা বেগম।

পূর্ববর্তী নিবন্ধমেয়রে ৪, কাউন্সিলরে ১১০ প্রার্থীর মনোনয়ন জমা
পরবর্তী নিবন্ধনবনির্বাচিত মেয়রের জন্য কিছু ধারণা বিনিময়