মেয়রে ৪, কাউন্সিলরে ১১০ প্রার্থীর মনোনয়ন জমা

মীরসরাই ও বারইয়ারহাট

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে মীরসরাই ও বারইয়াহাট পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল মঙ্গলবার শেষ দিনে বারইয়াহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম খোকন ও মীরসরাইয়ে গিয়াস উদ্দিন মনোনয়নপত্র জমা দেন। এসময় আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থীর পক্ষে মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, রেড ক্রিসেন্টের চট্টগ্রামের সেক্রেটারি নুরুল আনোয়ার চৌধুরী বাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূইয়া উপস্থিত ছিলেন। এছাড়া মীরসরাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ এবং বারইয়াহাটে দিদারুল আলম মিয়াজী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মীরসরাই পৌরসভা থেকে কাউন্সিলর পদে মনোনয়পত্র জমা দিয়েছেন ১নং ওয়ার্ডে মেজবাহ উল আলম, দেলোয়ার হোসেন, মোহাম্মদ সোহেল ও জাগির হোসেন। ২নং ওয়ার্ডে মেজবাহ উল আলম, এবাদুল হক, জাবেদুল ইসলাম ও কামরুল হাসান জেকি। ৩নং ওয়ার্ডে নুরুন্নবী, রফিক উদ্দিন ও নুরের নবী। ৪নং ওয়ার্ডে শাখের ইসলাম, নিজাম উদ্দিন ও জাহাঙ্গীর আলম। ৫ নং ওয়ার্ডে জহির উদ্দিন, নাজমুল হক বিপ্লব, হাসান মোঃ বেলাল, রিয়াজ উদ্দিন, রবিউচ্ছামাদ, আমির হোসেন ও সাইফুল ইসলাম। ৬ নং ওয়ার্ডে কামরুল হাসান, মোঃ আরিফুল হক, জামাল উদ্দিন লিটন, নিজাম উদ্দিন, নুরুল করিম, মোয়াজ্জেম হোসেন, নুরুল মোস্তফা ও সিরাজুল ইসলাম ফাহাদ। ৭ নং ওয়ার্ডে জয়নাল আবেদিন, নুরুল ইসলাম, ওসমান গনি ও সাইফুল ইসলাম । ৮ নং ওয়ার্ডে মেজবাহ উল আলম, মোঃ ইলিয়াছ ও জামশেদ আলম। ৯নং ওয়ার্ডে আবু জাফর, রহিম উল্লাহ ও আল ফায়হাত। সংরক্ষিত মহিলা আসন ১ নং ওয়ার্ডে রিজিয়া বেগম একক প্রার্থী। ২ নং ওয়ার্ডে মনজুরা বেগম, ছকিনা বেগম ও শাহানা আক্তার। ৩ নং ওয়ার্ডে ফেরদৌস আরা লাকি ও রাশেদা বানু। এখানে সর্বমোট কাউন্সিলর প্রার্থী ৩৯ জন। মহিলা আসনে ৬ জন।
বারইয়াহাট পৌরসভায় ১নং ওয়ার্ডে জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, বেলাল, শাহাদাত হোসেন, আজিজুল হক ও মীর হোসেন। ২নং ওয়ার্ডে এছাক মিয়া, আলমগীর, আরমান হোসেন, ফারুক ইসলাম রফিকুজ্বামান বাবুল, রুবেল বেলায়েত হোসেন ও সাইফুল ইসলাম। ৩নং ওয়ার্ডে হারুন, জাফর আহমেদ, মোশাররফ হোসেন, রছুল আহমেদ, ইয়াছিন ও এমরান। ৪নং ওয়ার্ডে মহিউদ্দিন, সাইফুল ইসলাম, আরিফ উদ্দিন মাসুদ, নুরুল করিম, আব্দুল মোতালেব, মোহাম্মদ মুছা, বেলায়েত হোসেন, অসিম রায় ও সালাউদ্দিন। ৫নং ওয়ার্ডে বিষ্ণু প্রসাদ দত্ত, আবু সুফিয়ান, বোরহান উদ্দিন, মোশাররফ হোসেন, মোঃ হারুন ও কল্যান কান্তি রায়। ৬ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, মোঃ আলমগীর, মোশাররফ হোসেন, আব্দুল করিম, শাহনেওয়াজ হোসেন, মোজাম্মেল ও আব্বাস উদ্দিন। ৭ নং ওয়ার্ডে নুর হোসেন, সেলিম, এম এ খালেক, আমজাদ হোসেন মিলন আনোয়ারুল কাদেও ও ইছাক মিয়া। ৮ নং ওয়ার্ডে মনায়েম খান, শাহজাহান, আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, কামরুল ইসলাম, তানভির আহমেদ ও হেদায়েত উল্লাহ। ৯নং ওয়ার্ডে আজাহার উদ্দিন, নুরের নবী, আক্তার হোসেন, আতাউল্লাহ ও আবুল কালাম আজাদ। সংরক্ষিত ১ নং ওয়ার্ডে তাহমিনা আক্তার, রাহেনা বেগম ও শাহানাজ বেগম। ২ নং ওয়ার্ডে ফেরদৌস আক্তার ও শিল্পি ভৌমিক। ৩ নং ওয়ার্ডে জাকিয়া আক্তার ও সেলিনা আক্তার। বারইয়াহাট পৌরসভায় সর্বমোট কাউন্সিলর প্রার্থী ৬২ জন। মহিলা আসনে ৭ জন। দুই পৌরসভায় মেয়র প্রার্থী ৪ জন এবং কাউন্সিলর প্রার্থী হয়েছেন সর্বমোট ১১০ জন।

পূর্ববর্তী নিবন্ধমটর ডাল খালাসে জটিলতা
পরবর্তী নিবন্ধমানবতার সেবায় নিবেদিত থাকার অঙ্গীকার