মাধুরীর চলে যাওয়া

নজিমুদ্দীন শ্যামল | শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

সময় অতিক্রান্ত হলেও রেখে গেছে
বেদনার চিহ্ন। আমার বুকের পাঁজর
ভেঙ্গে- যে উৎসব ভন্ডুল করেছো,
তা শুধু ভালোবাসা-ধর্ম নয়, বরং
এক জীবনের যাপন। আমার নামাবলী
জপতে-জপতে পাতারা ঝরে গেছে
কেবল রয়ে গেছে স্মৃতিজ ক্ষত।
মাধুরী চলে গেছে প্রতিবেশী দেশে
আমার প্রেম জ্বলে গেছে হিংসার আগুনে।
কেবল ভাঙ্গা মূর্তি পড়ে আছে, কেবল
জেগে আছে মাধুরীর চলে যাওয়া;
সময় চলে গেছে, চলে গেছে ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধপ্রশ্নচিহ্নের নীচে