মাদ্রাসা ছাত্র অপহরণ মামলায় পাঁচ যুবকের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ মে, ২০২৩ at ৯:৩০ পূর্বাহ্ণ

দশম শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে অপহরণ ও পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবির দায়ে পাঁচ যুবককে যাবজ্জীবন, ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, চান্দগাঁওয়ের ফরিদা পাড়ার ফাহিম হোসেন (২১), নাজির পাড়ার নুরুল আবেদীন রাব্বী, মো.মফিজুর রহমান রিপন, বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডীর মো. ইমরান হোসেন ও কর্ণফুলীর চরপাথরঘাটার মো. আবু বক্কর। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৬ এর বিচারক মো. সিরাজুদ্দৌলাহ কুতুবী এই রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম সেন্টু আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক দুটি ধারায় তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়। দুটি ধারাতেই তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যা একই সাথে চলবে। মোট আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন বলেও জানান তিনি।

আদালত সূত্র জানায়, কর্ণফুলীর বাসা থেকে আছাদগঞ্জের ছোবহানিয়া আলীয়া মাদ্রাসায় যাওয়ার পথে ২০১৭ সালের ৫ অক্টোবর মো. ইব্রাহীমকে অপহরণ করা হয়। ইব্রাহীম ওই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিলেন। অপহরণ পরবর্তী চান্দগাঁও নিয়ে গিয়ে পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ইব্রাহীমকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ইব্রাহীমের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধতারেক চান বিএনপি তার লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা