মাদক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি

এনায়েত বাজার ওয়ার্ডে প্রতিবাদ সভা

| রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:১৭ পূর্বাহ্ণ

মাদক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে ২২নং এনায়েত বাজার ওয়ার্ড জামতলা সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে সম্প্রতি এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক কাউন্সিলর এম.এ.মালেকের সভাপতিত্বে ও সামসুল ইসলাম আরজুর পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টো অঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান। উদ্বোধক ছিলেন ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু। প্রধান বক্তা হিসেবে ছিলেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন। বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, লতিফা আনচারী রুনা, সাবেক মহিলা কাউন্সিলর নীলু নাগ, অ্যাড. এস.এম বদরুদোজ্জা, অ্যাড. জোর্শেদ আলম খান, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইসমাইল মনু, মো. শহীদুল্লাহ, মো. আনোয়ার হোসেন, মো. কাজল ইসলাম। সভায় প্রধান অতিথি বলেন, মাদক একটি মরণব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পেতে হলে মাদক ব্যবসায়ীদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোন মূল্যে মাদক নির্মূল করাই আমাদের অঙ্গীকার। প্রধান বক্তা ওসি মহসীন বলেন, সঙ্গ দোষে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এদেরকে সামাজিকভাবে ও পারিবারিকভাবে মোকাবেলা করতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন রিজুওয়ানুল রহমান খান, আরজুর নাহার পান্না, মো. কামাল উদ্দিন, চাঁদ মিয়া, মকবুল হোসেন বাবুল, মো. রবিউল বশর, মো. জসিম উদ্দিন, মো. শাহ আলম চৌধুরী, মো. কামাল গুরা, সাদ্দাম হোসেন সানি, জহিরুল ইসলাম, নুরুল হক মুন্সি, আলী আক্কাস, আমেনা ইসলাম, পারভীন আক্তার, পাখিজা বেগম, জোহরা বেগম, মুক্তা আক্তার, মৌসুমী আক্তার, মো. দুলাল, মো. আজহার উদ্দিন, মো. আলী হোসেন, মো. সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় শিক্ষার উন্নয়নে দেড়শ কোটি টাকা ব্যয় করেছে সরকার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩