পটিয়ায় শিক্ষার উন্নয়নে দেড়শ কোটি টাকা ব্যয় করেছে সরকার

স্কুলভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে হুইপ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:১৭ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনার সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে। যার ধারাবাহিকতায় পটিয়ায় গত ১০ বছরে হাইস্কুল, কলেজ, মাদ্রাসা ভবন নির্মাণে ১৫০ কোটি টাকা ব্যয় করেছে। তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন হলে হবে না। শিক্ষার্থীদেরকে শিক্ষার প্রতি আগ্রহী করতে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি গতকাল শনিবার দুপুরে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট মুজাফ্‌ফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন। এ উপলক্ষে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, খরনা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক মো. ইউসুফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক জয় প্রকাশ দত্ত, বেসরকারি কারা পরিদর্শক আবদুল হান্নান চৌধুরী লিটন, রিজোয়ান কবির চৌধুরী দিদার, বদিউল আলম, বিপ্লব চৌধুরী, নরেন রায় চৌধুরী, হাজী মো. জাফর, মো. আনোয়ার, মো. আহমদ নবী, লিয়াকত আলী, মিঠুন চৌধুরী, শান্তুনু দেব বাপ্পী, লাকী বিশ্বাস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি স্থাপন
পরবর্তী নিবন্ধমাদক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি