মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র ‘আর্ক’ এর প্রতিষ্ঠাবার্ষিকী

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ

বেসরকারি মাদকাসক্তি পুনর্বাসন ও নিরাময় কেন্দ্র ‘আর্ক’ এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। সকালে খতমে কুরআনের পর র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করেন আর্ক এর প্রতিষ্ঠাতা পারভেজ আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক। এছাড়াও র‌্যালিতে আর্ক’র কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও আর্ক থেকে সুস্থতাপ্রাপ্ত রিকভারিং এডিক্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আর্ক প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত ৪ হাজারেরও অধিক মাদকাসক্তকে চিকিৎসা সেবা প্রদান করেছে। তারা বর্তমানে সমাজের মূলস্রোতে ফিরে গিয়ে পরিবার ও সমাজে অবদান রাখছে। উল্লেখ্য, আর্ক আর্থিকভাবে অসচ্ছল এবং হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে কিংবা বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে থাকে।

এছাড়াও আর্ক যারা চিকিৎসা পরবর্তী সুবিধা হিসাবে ‘রিকভারি ক্লাব’ প্রতিষ্ঠা করেছে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করেছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি অনেক ক্ষেত্রে অর্থ সহায়তা প্রদান করেছে। জনস্বার্থে বর্তমানে আর্ক-এ ফ্রি ডোপ টেস্ট ও পরামর্শ সহায়তা সকলের জন্যে উন্মুক্ত আছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি ইংরেজি বিভাগের বরণ ও বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ২০৪০ সালের মধ্যে দেশ হোক ধূমপান ও তামাকমুক্ত