মাদকমুক্ত রাঙ্গুনিয়া গড়তে দরকার সমন্বিত প্রচেষ্টা

আস্থা অবিচলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আস্থা অবিচল’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আবদুর রউফ। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আজাদ তালুকদার। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস, করোনা যোদ্ধা বেগম নুরজাহান ফজল শেলী। উদ্বোধক ছিলেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি নিজাম উদ্দিন বাদশা।
সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জসিম উদ্দিন, আকাশ আহমেদ, এস এম আবুল ফজল, আবুল কালাম চৌধুরী, প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য, প্রকৌশলী ওমর ফারুক, কাজি মোহাম্মদ শামসুল হুদা নাসিম। এতে উপজেলা শিল্পকলা একাডেমির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষে বক্তব্য রাখেন মোজাহেরুল ইসলাম, রাতুল বৈদ্য, মমতাজ উদ্দিন চৌধুরী, ইফতেখার হোসেন, মাসুদ নাসির প্রমুখ। এতে বক্তারা বলেন,মাদকমুক্ত রাঙ্গুনিয়া গড়তে দরকার সমন্বিত প্রচেষ্টা।

পূর্ববর্তী নিবন্ধকধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলা অধিদপ্তরের শিক্ষাসামগ্রী প্রদান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় একাধিক পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার