মাইক্রোসফটের নতুন ক্লাউড সেবাকেন্দ্র

| বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

মাইক্রোসফ্‌ট কর্পোরেশন গ্রিসে একটি নতুন ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে মাইক্রোসফট এই প্রথম দেশটিতে ক্লাউড সেবায় বিনিয়োগ করতে যাচ্ছে। সোমবার অ্যাথেন্সে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেন, যে নতুন ডেটা সেন্টারটি ব্যবসা, গ্রাহক ও ব্যাংকের পক্ষে উপকারী হবে। মাইক্রোসফটের এই প্রকল্পে বিনিয়োগ এর পরিমাণ ঠিক কতো হবে তা এখনো প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, আমরা গ্রিসে গবেষণা এবং প্রযুক্তিতে বিনিয়োগ করছি। যা হাজার হাজার লোককে প্রশিক্ষণ প্রদান এর মাধ্যমে দেশটির জন্য একটি সুদূর প্রসারী সুফল বয়ে আনবে।
গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস বলেছেন, তথ্য কেন্দ্রটি গ্রিসে ১.০ বিলিয়ন ইউরোর (১.১১৭ বিলিয়ন ডলার) দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা নিয়ে আসবে। তিনি বলেছেন, সারা বিশ্বে গ্রিস ক্লাউড সেবার কেন্দ্র হিসেবে পরিণত হবে এবং অত্যাধুনিক এই কেন্দ্র বিনিয়োগের গন্তব্য হিসাবে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মাইক্রোসফট এই প্রকল্পে প্রায় এক লাখে মত লোক ডিজিটাল প্রশিক্ষণ প্রোগ্রাম অন্তর্ভুক্ত করবে।

পূর্ববর্তী নিবন্ধআসছে বিশ্বের দ্রুততম ইলেকট্রিক প্লেন
পরবর্তী নিবন্ধরফিক আহমেদ চৌধুরী একাদশের কমিটি গঠিত