মহেশখালীতে ১৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:০৯ পূর্বাহ্ণ

মহেশখালীতে একটি হত্যা মামলায় ১৩ বছর পর একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিদুয়ান (৩৫) উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের আধাঁরঘোনা গ্রামের আবুল কালামের পুত্র। গতকাল শনিবার সকালে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ঘোনাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত আব্দু শুক্কুরের ছোট ভাই মোজাম্মেল হক শিপু বলেন, গ্রেপ্তার রিদুয়ান, তার দুই ভাই আব্দুস সালাম ও ইসমাইল এবং তাদের পিতা আবুল কালাম বাড়ি ভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে ২০১০ সালের ৩১ জুলাই আমার ভাইকে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডিতে আত্মগোপনে ছিল। শনিবার ওই আসামিকে শাপলাপুর এলাকায় পেয়ে পুলিশ গ্রেপ্তার করে।

মহেশখালী থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক ওই আসামিকে শাপলাপুর এলাকায় জমিতে কাজ করা অবস্থায় গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতুরস্কে বিপর্যস্ত মানুষের জন্য একেএমবির ত্রাণ প্রদান
পরবর্তী নিবন্ধসুর সঞ্চারী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী