মহেশখালীতে আসামি ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

মহেশখালী থানার আলোচিত যুবলীগ নেতা রহুল কাদের হত্যা মামলার আসামি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আহত মহেশখালী থানার পুলিশ কনস্টেবল মো. সমুন মিয়া (২৪) মারা গেছেন। ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার গাউছিয়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার কালারমার ছড়া পুলিশ ফাঁড়ির এএসআই জসিম উদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালীর কালারমার ছড়ার যুবলীগ নেতা রহুল কাদের হত্যা মামলার আসামি চট্টগ্রামে অবস্থান করার খবর পেয়ে গত ২২ নভেম্বর মহেশখালী থানা পুলিশের একটি টিম মাইক্রোবাস যোগে চট্টগ্রাম রওয়ানা দেন। পুলিশ বহনকারী মাইক্রোবাসটি সাতকানিয়ার কেরানীরহাটের রাস্তার মাথায় একটি ট্রলির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে মো. সুমন মিয়ার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল বুধবার নিহত কনস্টেবলের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায় দাফনের ব্যবস্থা করা হয়। মহেশখালী থানার ওসি আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহাতির জন্য আন্তঃদেশীয় করিডোর
পরবর্তী নিবন্ধএইচএসসি পরীক্ষা শুরু আজ