মহিউদ্দিন চৌধুরীর মানবিক মূল্যবোধই নতুন প্রজন্মের চেতনা

কম্বল বিতরণ অনুষ্ঠানে হাসিনা মহিউদ্দিন

| মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী সারাজীবন চট্টগ্রামের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন। গরীব, দুঃখী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবাই ছিল তার আদর্শ। তিনি মহিউদ্দীন চৌধুরীর আদর্শে বর্তমান প্রজন্মের ছাত্র ও যুব সমাজকে মানবিক, সমাজকল্যাণমূলক কাজে নিজেদের আত্মনিয়োগের অনুরোধ জানান। গত ২৬ ডিসেম্বর নগরীর সদরঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘চেতনায় মহিউদ্দিন’ সংগঠনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি মাইনুল হক চৌধুরী লিমনের সভাপতিত্বে এবং শাহনেওয়াজ রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন, আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীর দাশ তপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শওকত হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম মাসুম, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শওকত ওসমান, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রঞ্জন চৌধুরী, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নাসির উদ্দীন, রিমন চক্রবর্তী, মো. আরমান, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, মো. ইছহাক, মুজিবুর রহমান স্বপন প্রমুখ।
এইচপিএফ
এইচপিএফ এর উদ্যোগে তিনদিনব্যাপী শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের সমাপনী অনুষ্ঠান গতকাল ২৮ ডিসেম্বর ডিসি হিলের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড.বিকিরণ প্রসাদ বড়ুয়া। অতিথি ছিলেন বাবুল কান্তি দাশ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহামুদুল করিম, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ। এতে বক্তারা বলেন, মানবসেবা সবচেয়ে বড় সেবা। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ মহৎ উদ্যোগ। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহসভাপতি মনিরুল ইসলাম, চট্টগ্রাম কলেজ ছাত্র নেতা অর্নব দেব। উপস্থিত ছিলেন এইচপিএফ’র প্রতিষ্ঠাতা হৃদয় দে, ঐশি দাশ গুপ্তা, তুলি দাশ গুপ্তা। সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন পুষ্পীতা দত্ত, অন্তু দে, রিক্ত দত্ত, সৌম্য দে, রবি দাশ, অদিতি বর্ষা, প্রান্ত দাশগুপ্তা, পার্থবী পৃথীলা, তুলি দাশ, রিয়া চৌধুরী অপ্পি, জয় দাশ, তৃশা দাশ, আনন্দিতা দাশ প্রিয়াশা, রাজু দে প্রমুখ। উল্লেখ্য, ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর ৩ দিনব্যাপী ৩০০ ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের আঞ্চলিক ভাষার গানকে সমাদৃত করেছেন শিল্পী গফুর হালি
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় আহত জহিরুলের পাশে প্রবাসী ফোরাম