মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ৮৭ ব্যাচের পুনর্মিলনী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া ও রাউজানের সীমান্তবর্তী এলাকায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৭ ব্যাচের শিক্ষার্থীরা গতকাল শুক্রবার স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। ৩৭ বছর পর সহপাঠীরা পরস্পরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের স্লোগান ছিল, উৎসবে আনন্দে এসো, স্কুলে নন্দনে, মিলে প্রাণের বন্ধনে। অনুষ্ঠানে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ নানা আয়োজনে মাতোয়ারা হয়ে পড়েন ব্যাচটির শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর বন্ধুরা একসঙ্গে হয়ে একে অন্যকে বুকে জুড়িয়ে ধরার পাশাপাশি জমজমাট আড্ডা, হাসিআনন্দে দিনভর কাটিয়ে দেন।

এদিন সকাল ৯টায় শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। শোভাযাত্রা শেষে স্কুলের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন কমিটির চেয়ারম্যান আমেরিকা প্রবাসী বেলী বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া। উদ্বোধক ছিলেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক মুছা মিয়া, চিন্ময় বড়ুয়া।

উদযাপন কমিটির মহাসচিব প্রকৌশলী মিল্টন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সচিব জানে আলম, প্রধান সমন্বয়ক প্রকৌশলী অশোক কুমার বড়ুয়া, সুজিত মুৎসুদ্দি, আহসান চৌধুরী, এস এম কুতুব উদ্দিন, শিক্ষক মাসুদ চৌধুরী, ইমু বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া, রূপায়ণ মুৎসুদ্দি, মোহাম্মদ হারুন, সুবিমল বড়ুয়া, আবদুল মান্নান, দেবপ্রিয় বড়ুয়া, প্রকৌশলী সুমন বড়ুয়া, সুমন আর্ট, মহিউদ্দিন চৌধুরী, উত্তম কুমার রায়, মৃদুল কান্তি দত্ত প্রমুখ। অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে আগত স্কুলটির ৮৭ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষক ও স্ত্রী-বোনকে মারধর, মামলা
পরবর্তী নিবন্ধএলিট সোসাইটি বাংলাদেশের ঈদ পুনর্মিলনী