মহানগর ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশ

ভারতে কোরআনের আয়াত পরিবর্তনে রিটের নিন্দা

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

ভারতে পবিত্র কোরআনের আয়াত পরিবর্তনে উচ্চ আদালতে রিট ও শ্রীলংকায় নারীদের পর্দা অবলম্বনে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর।
গত শুক্রবার জমিয়তুল ফালাহ্‌ মসজিদ হতে এ বিক্ষোভ শুরু হয়। পরে এক সমাবেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন-মাওলানা আব্দুর রহিম তৈয়বী, এম আলম রাজু, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা এম মাইনুদ্দীন চৌধুরী হালিম, ডাক্তার মাওলানা হাশমত আলী তাহেরী, শাহ্‌জাদা মাইনুদ্দীন হাসান সঞ্জরী, রফিকুল ইসলাম, ডাক্তার মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আলাউদ্দিন আজাদ, মুহাম্মদ মহিউদ্দিন, রাজিবুল ইসলাম, আব্দুল করিম, মুহাম্মদ হোসাইন, আবু সাদেক সিটু, কাউসারুল ইসলাম সোহেল, ইঞ্জিনিয়ার রাসেল, আবুল হাসেম রাশেদ প্রমুখ। সমাবেশে বক্তারা কোরআনের আয়াত পরিবর্তনে উচ্চ আদালতে রিট ও শ্রীলংকায় নারীদের পর্দা অবলম্বনে নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডায়াবেটিস চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম
পরবর্তী নিবন্ধমেয়ের বিয়ে দেয়া হলো না বৃদ্ধ পিতার