মসজিদে হামলার পরিকল্পনা সিঙ্গাপুরে কিশোর আটক

| শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার বর্ষপূর্তিতে সিঙ্গাপুরের দুটি মসজিদে ঢুকে মুসলিমদের হত্যার ছক কষার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। ক্রাইস্টচার্চের হত্যাকারী ব্রেন্টন ট্যারান্টের দ্বারা অনুপ্রাণিত এ কিশোর তার শিকারদেরকে ছুরি দিয়ে আঘাত করা এবং পুরো হামলা সরাসরি দেখানো পরিকল্পনা করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, এ কিশোর সিঙ্গাপুরে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে আটক সর্বকনিষ্ঠ ব্যক্তি। এ আইনে বিচার ছাড়াই কাউকে আটকে রাখার অনুমতি আছে। অস্ট্রেলিয়ার নাগরিক ট্যারান্ট ২০১৯ সালের ১৫ মার্চ পরপর ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ঢুকে ৫১ জনকে গুলি করে হত্যা করেছিল। নিউ জিল্যান্ডের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। বিচারে শ্বেতাঙ্গ এ বর্ণবাদীকে প্যারোলে মুক্তির সুযোগ না রেখে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
সিঙ্গাপুরে আটক ১৬ বছর বয়সী কিশোরের নাম প্রকাশ করা হয়নি। ভারতীয় জাতিসত্তার প্রটেস্টান্ট খ্রিস্টান এ কিশোর ইসলামের প্রতি ভয়াবহ বিদ্বেষ এবং সহিংসতা দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিঙ্গাপুরে এটাই প্রথম কট্টর-ডান উগ্রবাদী মতবাদে অনুপ্রাণিত কাউকে আটকের ঘটনা। দেশটিতে সন্ত্রাসী হামলা ও সহিংস অপরাধের ঘটনা বিরল। সিঙ্গাপুরের ওই কিশোর গত মাস থেকেই আটক অবস্থায় আছে বলে বিবিসি জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধট্যাক্সের অর্থ আমেরিকানদের পেছনেই খরচ করতে চান বাইডেন
পরবর্তী নিবন্ধউহানে কোয়ারেন্টিন শেষে মাঠ পর্যায়ের তদন্তে ডব্লিউএইচওর দল