মশার সীমাহীন অত্যাচার

| সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

মশার উপদ্রব মারাত্মক বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যায় ঘরে ঘরে কয়েল জ্বালিয়ে স্প্রে করে মশার হাত থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। মশার অত্যাচারে ছাত্র/ছাত্রীরা সুষ্ঠুৃভাবে লেখাপড়া করতে পারছে না। সিটি কর্পোরেশনের মশক নিধনের প্রতিটি অভিযানই ছিল কম বেশি লোক দেখানো। মশার আক্রমণে অতিষ্ঠ নাগরিকদের শোরগোলের মুখে সিটি কর্পোরেশন অভিযান চালাতে বাধ্য হন এবং প্রতিবারই দায়সারাভাবে কোনরকমে তারা কাজ সারেন। কিন্তু মশা নির্মূল হয় না। তাই মশকমুক্ত করতে প্রয়োজনীয় ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
নজরুল ইসলাম অপু, বহদ্দারবাড়ি, বহদ্দারহাট চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজনসংখ্যা ও জাতীয় উন্নয়ন প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধচাকরি : অভিজ্ঞতা ও যৌক্তিকতা