জনসংখ্যা ও জাতীয় উন্নয়ন প্রসঙ্গে

| সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

এদেশের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ বেকার, মাথাপিছু জমির হার ০.০২ একর। জনসংখ্যার চিত্র প্রমাণ করে বাংলাদেশ একটি জনবহুল দেশ। জনসংখ্যার সমস্যা এদেশের জাতীয় সমস্যা। বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বেড়ে যাওয়ার ক্ষতিকর প্রভাব জাতীয় জীবনের সবক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। অধিক জনসংখ্যার ফলে চাষাবাদের জমি কমছে এবং বাড়িঘর ও রাস্তাঘাট তৈরির জন্য উজাড় হচ্ছে বৃক্ষরাজি ও বনভূমি। জনসংখ্যা বেড়ে যাওয়াতে কৃষি জমির বিভক্তি ক্রমশ ভূমিহীনতা, স্বাস্থ্যগত জটিলতা, শিক্ষা সমস্যা, দারিদ্র্য বেড়ে যাওয়া অন্যদিকে আয়ের অসম বন্টন বিনিয়োগ ও সঞ্চয় কমে যাওয়া, বৈদেশিক মুদ্রার সীমাবদ্ধতা ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে। সৃষ্টি হচ্ছে সামাজিক অপরাধ ও অস্থিরতা এবং ব্যাহত হচ্ছে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি। ফলে সবাই স্বীকার করছে, এদেশের জনসংখ্যা সমস্যা সমস্যার মূল কারণ।
এম. এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকুন্দনলাল সায়গল বাংলা চলচ্চিত্রের গীতকুশলী গায়ক
পরবর্তী নিবন্ধমশার সীমাহীন অত্যাচার