মমতার কৃষি ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

মমতার কৃষি ইউনিটের আওতায় ২০২০-২১ অর্থ বছরের ‘পরিবারের পুষ্টি নিরাপত্তায় বহুস্তরে সবজি ও ফলমূল উৎপাদন শীর্ষক’ প্রদর্শনী বাস্তবায়নের জন্য গত ১৩ অক্টোবর মমতার চাতরী শাখা হতে ৭ জন উপকারভোগীর মধ্যে বিভিন্ন শাক সবজির বীজ বিতরণ করা হয়। বেড়া ও মাচা তৈরীর জাল, সার, সাইনবোর্ড, রেকর্ড বুক এবং ‘মাটির স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত ব্যবস্থাপনা (ট্রাইকো-কম্পোস্ট)’ শীর্ষক প্রদর্শনী বাস্তবায়নের জন্য ২ জন উপকারভোগীকে ট্রাইকো-কম্পোস্ট তৈরীর বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বিতরণের পূর্বে মমতার কৃষি কর্মকর্তা প্রদর্শনীর বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও গত ১২ অক্টোবর মমতার পরিচালিক কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতে কর্ণফুলি উপজেলার কলেজ বাজার শাখা থেকে ৩ জন সদস্যকে হাঁসের বাচ্চা, খাদ্য, সাইনবোর্ড ও তথ্য বই বিতরণ করা হয়। উক্ত অঞ্চলে এ হাঁসের চাষ সম্প্রসারণই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। উপকরণ বিতরণ করেন মমতা’র এএলএফ ইউনিটের সহকারী পরিচালক। এছাড়াও একই ইউনিটের আওতায় গত ১১ অক্টোবর মমতা প্রাণিসম্পদ খাতে আনোয়ারা উপজেলার মালঘর শাখা থেকে ৬ জন সদস্যের মাঝে হিলি মুরগির বাচ্চা, খাঁচা,জীবাণুনাশক,তথ্য বই,সাইনবোর্ড বিতরন করা হয়। উল্লেখ্য এটি দেশি মুরগীরই একটি জাত এবং এই জাতের মুরগী ওজনে দ্রুত বাড়ে এবং মাংস সুস্বাদু।
উক্ত সামগ্রী সমুহ বিতরনকালে উপস্থিত ছিলেন এএলএফ ইউনিটের সহকারী পরিচালক, এরিয়া ম্যানেজার, প্রাণিসম্পদ কর্মকর্তা ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধরামপুর একতা সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধবিসিকের নারী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স