বিসিকের নারী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যোগে নারী উদ্যোক্তাদের এক উন্নয়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার আগ্রাবাদ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান। উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন বিসিকের পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন) আতাউর রহমান সিদ্দিকী। আঞ্চলিক পরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নুজহাত কৃস্টি। এতে স্বাগত বক্তব্য রাখেন বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী। ৪০ নারী উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে ১১ উদ্যোক্তাকে অনলাইনে বিসিকের নিবন্ধন সনদপত্র এবং ১২ উদ্যোক্তাকে ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। প্রশিক্ষণ কোর্সে উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুণাবলী, প্রকল্প প্রস্তাব পরিকল্পনা ও প্রণয়ন, বিপণন ও বিশ্লেষণ, ব্যবসা বাছাই, আর্থিক বিশ্লেষণ এবং ঋণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এতে রিসোর্স পারসন হিসেবে আছেন তানিজা জাহান, রুপংকর নাথ, মোহাম্মদ তানজিলুর রহমান, চৌধুরী আহাদ মাহমুদ, মোজাম্মেল হক, নাজমুন নাহার এবং কর্মসংসস্থান ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুর রহিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতার কৃষি ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা ডাকাত হারুন অস্ত্রসহ গ্রেফতার