মমতার উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা

| শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৪৭ পূর্বাহ্ণ

মমতা পরিচালিত গয়াল প্রকল্পের উদ্যোগে গত ৩১ জানুয়ারী দিনব্যাপী গয়াল পালন বিষয়ে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত উক্ত প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলি গ্রামে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রকল্পের প্রাণিসম্পদ কর্মকর্তা সাজেবুল হক তরফদার অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন বান্দরবান সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন, মমতার সহকারী পরিচালক মু. এনামুল হক প্রমুখ। কর্মশালায় গয়ালের পাহাড়ে ও খামারে পালনের উল্লেখযোগ্য পার্থক্য, গয়াল পালনে সফল খামারীদের সফলতার গল্প, গয়াল বাজারজাতকারী মাধ্যমে গয়ালের বাজার সংযোগের উন্নয়ন বিষয়ে দলগত কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কর্মশালায় ২৫ জন নারী উদ্যোক্তার পাশাপাশি মোট ৫০ জন অংশ নিয়েছেন।

উল্লেখ্য বিলুপ্তপ্রায় বন্য গরু বা গয়াল সংরক্ষণ ও এই প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষাকল্পে চট্টগ্রামের সাতকানিয়া ও বান্দরবানের সুয়ালক এলাকায় বন্য গরু বা গয়াল প্রকল্প বাস্তবায়ন করছে মমতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের দ্রুততম গতিতে বাড়ছে চ্যাটজিপিটি’র গ্রাহক
পরবর্তী নিবন্ধব্যাংককে লাগামছাড়া দূষণ, লোকজনকে বাড়িতে থাকার পরামর্শ