মন্টিনিগ্রোতে গোলাগুলিতে বন্দুকধারীসহ নিহত ১১

| রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা থেকে ৩ দিনের শোক ঘোষণা করেছেন মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী দ্রিতান আবাজোভিচ। ইউরোপের বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রোতে গুলি করে দুই শিশুসহ ১০ জনকে হত্যার পর বন্দুকধারী নিজেও এক বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হয়েছে, জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

মন্টিনিগ্রো পুলিশের পরিচালক জোরান ব্রিদিয়ানিন জানান, শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি একটি শিকারের রাইফেল দিয়ে ৮ ও ১১ বছর বয়সী দুই ভাইবোনকে গুলি করে হত্যা ও তাদের মা’কে আহত করেন। পরে বিকালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীরও মৃত্যু হয়।

পরিবারটি বন্দুকধারীর বাড়িতে ভাড়া থাকতেন, বলেছেন ব্রিদিয়ানিন। বন্দুকধারী কেন তাদের হত্যা করেছে তা পরিষ্কার হওয়া যায়নি। পরে বাড়ি থেকে বের হয়ে বন্দুকধারী আরও সাত জনকে গুলি করে হত্যা করে। পুলিশের সঙ্গেও তার গোলাগুলি হয়, তাতে এক পুলিশ সদস্য আহত হয়। বন্দুকধারীর পুরো নাম না বললেও নামের আদ্যক্ষর ভিবি বলে জানিয়েছেন ব্রিদিয়ানিন।

পূর্ববর্তী নিবন্ধকলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধলুকিয়ে নিউ ইয়র্কে রুশ তেল পাঠাচ্ছে ভারত