মনিরুজ্জামান ইসলামাবাদীর ত্যাগী জীবন সকলের জন্য অনুসরণীয়

কদম মোবারক এতিমখানার সভায় বক্তারা

| সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষা সমপ্রসারণের অগ্রদূত, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা গতকাল ২৪ অক্টোবর কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে মোমিন রোডস্থ এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামালের সভাপতিত্বে ও নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। ইউএসটিসি’র প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক শহীদুল ইসলাম, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, হাজী মো. সাহাবউদ্দীন, মো. খোরশেদ আলম, অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ, অধ্যক্ষ বদিউল আলম রিজভী, আবুল কাশেম, এ.এম.এস. ইসলামাবাদী গাজী, মোহাম্মদ হাবিব উল্লাহ, নেছার আহমেদ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জহুর, আকাশ ইকবাল, হাফেজ ইকরাম হোসেন, আজাদ নিজামুল হক, কামাল উদ্দীন, সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ, মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু, সোহেল মোহাম্মদ ফকরুদ্দীন, বোরহান উদ্দীন গিফারী, মিনহাজুর রহমান শিহাব প্রমুখ।
প্রফেসর ড. অনুপম সেন বলেন, মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন মানবতাবাদে উজ্জীবিত, অহিংস মতবাদের ধারক, সুশিক্ষার প্রসারে দক্ষ এক পুরোধা ব্যক্তিত্ব, উদার চিন্তার ইসলামি চিন্তাবিদ ও মুক্তবুদ্ধি চর্চার মনীষী। তার ত্যাগী জীবন সকলের জন্য অনুসরনীয়। কদম মোবারক মুসলিম এতিমখানা তার অন্যতম কীর্তি। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রফেসর ড. অনুপম সেন কে কদম মোবারক মুসলিম এতিমখানার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। গত ২৪ অক্টোবর মাওলানা ইসলামাবাদীর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সামাজিক সংগঠন আলোচনা সভার আয়োজন করে। এছাড়া কবরে পুষ্পমাল্য অর্পন, জেয়ারত, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আধুনিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধমহানবী (স.)’র আদর্শ শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অনুসরণীয়