ভ্রাম্যমাণ আদালতে বকেয়া লাইসেন্স ফি আদায় চসিকের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৪:৫৫ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রেড লাইসেন্স নবায়ন ও বকেয়া লাইসেন্স ফি হিসেবে ৭০ হাজার টাকা আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল বৃহস্পতিবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর আকবর শাহ ও পাহাড়তলী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কৈবল্যধাম রোডের ফুটপাত ও নালার উপর অবৈধ দোকান এবং দোকানের বর্ধিতাংশ অপসারণ এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে আট ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরসহ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, আকবরশাহ থানাধীন কৈবল্যধাম ও পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় আটজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া বকেয়া লাইসেন্স ফি হিসেবে ৭০ হাজার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধরমজানে করোনার টিকা না নিয়েও ওমরাহ করা যাবে
পরবর্তী নিবন্ধবেতন নিয়ে বাড়ি ফেরা হলো না ইদ্রিছের