ভোট না হওয়া পর্যন্ত ইউপির জনপ্রতিনিধিরা বহাল

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১০:২৪ পূর্বাহ্ণ

ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের ভোট আটকে থাকায় বিদ্যমান চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যরাই পরিষদের দায়িত্বে থাকছেন। সাড়ে চার হাজার ইউপির ভোট কয়েকটি ধাপে শেষ করার কথা। ১১ এপ্রিল ৩৭১ ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ভোটের ১০ দিন আগে স্থগিত করে নির্বাচন কমিশন। এ পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর ইসি ৮ এপ্রিল জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে জনসমাগম এড়ানোর লক্ষ্যে ১১ এপ্রিলের অনুষ্ঠিতব্য ইউপিসহ কিছু স্থানীয় সরকারের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে স্থানীয় সরকার ইউপি আইন, ২০০৯ এর ২৯ (৩) ধারা অনুসারে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এক্ষেত্রে আইনের ২৯ (৫) ধারা অনুযায়ী পরিষদের কার্যক্রম পরিচালনা এবং প্রাসঙ্গিক অন্যান্য ব্যবস্থা নেওয়া লক্ষ্যে ইসি সিদ্ধান্ত দিয়েছেন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের সংকট নিয়ে শীর্ষ সম্মেলনের ডাক আসিয়ানের
পরবর্তী নিবন্ধএফবিসিসিআই নির্বাচন স্থগিত নিয়ে হাই কোর্টের রুল