ভূমিমন্ত্রীর সঙ্গে চসিক প্রশাসকের সাক্ষাৎ

| রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। নিজ বাসভবনে গতকাল শনিবার সকালে এই সৌজন্য সাক্ষাতে ভূমিমন্ত্রী নগরীর ফুটপাত অবৈধ দখলদার উচ্ছেদ ও সড়ক সংস্কারের তড়িৎ পদক্ষেপের প্রশংসা করে বলেন, নগরীর সৌন্দর্যবর্ধন, যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এ সময় প্রশাসক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বারইপাড়া খাল খনন, কুলগাঁও বাস টার্মিনাল, লালচাঁন খাল ও রাস্তা অধিগ্রহণ এবং অর্থ সহায়তায় সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া নগরীর পাহাড়তলীস্থ জোড়ডেবা ও ভেলুয়ার দীঘিকে পর্যটনের আওতায় এনে দৃষ্টিনন্দন করতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন প্রশাসক। মন্ত্রী এ বিষয়ে প্রশাসককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। সাক্ষাতে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক এবং প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা
পরবর্তী নিবন্ধ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে অসামপ্রদায়িক চেতনা ধ্বংসের অপচেষ্টা হয়েছে’