ভুলে ভরা জীবন

নাজনীন লাকী | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

আমিও মানুষ। ভুল আমারও হয়। সচেতন হয়েই হয়। এক জীবনে যতটা সচেতন থাকা চায়, ঠিক ততটাই সচেতনায় থাকার পরও ভুল করি। আমার বয়সে আমি ভুল করি। আমার মননে ভুল করি। আমাকে কেউ ভুলে নিয়ে যায়। সে আমাকে দিয়ে ভুল করায়। ভুল ভুলে থাকতে চাইলেও ভুল হয়। ভুল করেই ভুলগুলো সামনে আসে। ভুলের ঊর্ধ্বে আমি নই। তাই বলে কি তুমি ভুলের ঊর্ধ্বে চলে গেছো? তোমারও ভুল হয়। ভুলে ভরা জীবন তোমার আমার। এসো ভুল করি ভুল থেকে শিখে নিই। তাই বলে ইচ্ছে করে ভুল তা তো হবে না! তাহলে বুঝলে ভুল কিন্তু ভুল করেই হয়। ইচ্ছে করে ভুল কি ভুল হবে? এটাতো স্বেচ্ছাচারিতা নিজের সাথে কিংবা অন্যের সাথে। তাই ভুল মানুষকে নয় ভুলকে ভুল বলো। আর সংশোধন করো। ভুল মানুষ সে ভুল করেই শিখে নেবে।

ভুল প্রেম, ভুল মানুষকে ভালোবাসা, ভুল কাজকে টেনে নিয়ে সরে যাওয়া, এটাই জীবনের ধর্ম। এক জীবনের ভুল অন্য জীবনে অভিজ্ঞতাস্বরূপ। এক জীবনের ভুল পরবর্তী জীবনের শুদ্ধতা। ভুল রাস্তা ভুল পথ সঠিক পথের দিশারী।

আমাকে তুমি ভুলে নিয়ে যাও

আমি শুদ্ধ হতে চাই।

আমি ভুল করি ভুল মানুষ তাই

তুমি আছো শুদ্ধ করে নেবে না হয় আমায়।

পূর্ববর্তী নিবন্ধট্রাফিক পুলিশের লেজার লাইট ব্যবহার বন্ধ করতে হবে
পরবর্তী নিবন্ধফাগুনের হাওয়া বয় মনের আঙিনায়