বিশ্ব ভালোবাসা দিবসে ফুল, উপহার দেয়া-নেয়ার চিরাচরিত ধারণাকে পাল্টে দিয়ে গরিব মেহনতি মানুষের মাঝে মিষ্টি করেছেন জামালখান ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শৈবাল দাশ সুমন। মূলত ভালোবাসার আসল মর্মটা সবার কাছে তুলে ধরতেই তার এই ব্যতিক্রমি উদ্যোগ।
রোববার সকাল ১০টায় চেরাগী পাহাড় মোড়ে ব্যতিক্রমি এ কর্মসূচির উদ্বোধন করেন দৈনিক আজাদীর সহযোগি সম্পাদক বিশিষ্ট কবি রাশেদ রউফ। কর্মসূচির উদ্বোধনকালে রাশেদ রউফ বলেন, কাউন্সিলর শৈবাল দাশের প্রতিটি কর্মসূচি নান্দনিক। যে নান্দনিকতায় তিনি সাজিয়েছেন জামালখান ওয়ার্ডকে।
তিনি বলেন, নিজের মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়স্বজনের প্রতি একদিন নয়, ভালোবাসা থাকবে চিরজীবন। তবুও ভালোবাসা দিবস আমাদের একটি উপলক্ষ সৃষ্টি করে দেয় দিনটি বিশেষভাবে উদযাপনের। এসময় কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, মেহনতি মানুষদের মিষ্টি মুখ করে দিবসটি উদযাপন করেছি। তাদের কষ্টের ভাগিদার হতে পেরে ভালোবাসার স্বার্থকতা খুঁজে পেলাম। এই ভালোবাসার আলো কখনো নিভে যাবেনা। প্রেস বিজ্ঞপ্তি।